আগামীকাল দুপুরে ফল প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসি – র

করোনার জেরে আইসিএসই এবং আইএসসি বোর্ডের পরীক্ষা নেওয়া নিয়ে চিন্তিত ছিল। কিন্তু বেশকিছু পরীক্ষার্থীর পক্ষ থেকে শারীরিকভাবে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। যদিও করোনার প্রকোপে তাদের কথা ভেবেই পরীক্ষা নেওয়া হয়নি।

অবশেষে প্রতীক্ষার অবসান আগামীকাল অর্থাৎ ২৪ শে জুলাই দুপুর তিনটের সময় আইসিএসই এবং আইএসসি এর দশমএবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হবে। প্রথমবার এই দুই বোর্ডের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হচ্ছে।

পরে যাতে উচ্চশিক্ষায় ব্যাঘাত না ঘটে তার জন্য ৩১ শে জুলাই এর মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল , সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার আগেই ফল প্রকাশিত করবে সিআইএসসি কর্তৃপক্ষ। করোনার জেরে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ার ফলে এবার অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রায় ৩ লক্ষ পরীক্ষার্থীর দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসার জন্য নিজেদের নাম নথিভুক্ত করছিল। আর আগামীকালই তার ফল প্রকাশ।পরীক্ষার্থীরা আগামীকাল দুপুর ৩টা থেকে results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে।