আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটি উদ্ভাবনী ইনকাম প্ল্যান চালু করেছে – আইসিআইসিআই প্রু গিফট প্রো (ICICI Pru GIFT Pro)। এই প্ল্যান গ্রাহকদের ইয়ার-অন-ইয়ার আয়বৃদ্ধি বা একটানা নিয়মিত আয় পাওয়ার সুবিধা দেবে। এছাড়া, গ্রাহকরা তাদের নিজস্ব চাহিদা অনুসারে এই প্ল্যানটিকে সাজিয়ে নিতে পারবেন, যেমন পছন্দসই আয়ের সুবিধা, প্রিমিয়াম পেমেন্ট টার্মস, ইত্যাদি। এই নন-পার্টিসিপেটিং সেভিংস প্রোডাক্টের লাইফ কভার কম্পোনেন্ট এমন নিশ্চয়তা দেয় যাতে কোনও পরিবার আর্থিক সুরক্ষা পেতে পারে।
নিশ্চিত দীর্ঘমেয়াদী আয়ের পাশাপাশি, আইসিআইসিআই প্রু গিফট প্রো গ্রাহকদের এককালীন আর্থিক সুবিধা পাওয়ার ব্যবস্থাও করে। গ্রাহকরা এককালীন সুবিধা হিসাবে প্রদত্ত প্রিমিয়ামের ১০০% পর্যন্ত যে কোনও পরিমাণ অর্থ বেছে নিতে পারেন এবং সুবিধা পাওয়ার সময়ও নির্বাচন করতে পারেন। এছাড়াও, এই বৈশিষ্ট্য-সমৃদ্ধ প্রোডাক্টটি ইনকাম পিরিয়ড চলাকালীন পলিসিহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে যাতে মনোনীত ব্যক্তি আয়ের সুবিধা পেতে থাকেন তা নিশ্চিত করে। আইসিআইসিআই প্রু গিফট প্রো কার্যকরভাবে গ্রাহকদের স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয় আয়ের চাহিদা মেটানোর ফ্লেক্সিবিলিটি প্রদান করে।
আইসিআইসিআই প্রু গিফট প্রো ৫ থেকে ১২ বছর পর্যন্ত প্রিমিয়াম পেমেন্ট প্রদানের সুবিধা দেয়, যার ফলে গ্রাহকরা তাদের সুবিধা ও সময়সীমা অনুযায়ী সঞ্চয় করতে পারেন। এছাড়াও অষ্টম বৎসর থেকে শুরু করে তারা ৩০ বছর পর্যন্ত আয় পেতে পারেন।