আইসিআইসিআই-র দীর্ঘমেয়াদী সেভিং প্রোডাক্ট

আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো নামে একটি  দীর্ঘমেয়াদী সেভিং প্রোডাক্ট চালু করল আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এই প্রোডাক্টটি গ্রাহকদের দুই ধরনের বিকল্প প্রদান করে। হয় নিয়মিত গ্যারান্টিযুক্ত ট্যাক্স-মুক্ত ‘আয়’ বা ‘প্রিমিয়ামের ১১০% রিটার্ন সহ আয়’। এই দুটি পরিকল্পনাই তিরিশ বছর পর্যন্ত আয়ের সুযোগ দেবে।

 উল্লেখ্য, এই সেভিং প্রোডাক্টের অধীনে থাকা লাইফ কভার, আয়ের সময়কাল সহ পলিসির পুরো সময়কালের জন্য অব্যাহত থাকে। যার ফলে প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত থাকে। এই বহুমুখী সেভিং প্ল্যানটি গ্রাহকদেরকে তাদের স্থির আয়ের একটি বিকল্প উৎস তৈরি করতে সাহায্য করে। এর ফলে গ্রাহকদের ভবিষ্যতে আয়ের অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়।

এই দীর্ঘমেয়াদী  সেভিং প্রোডাক্ট প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা একদিকে যেমন ৭ বা ১০ বছরের প্রিমিয়াম পেমেন্ট মেয়াদ নির্বাচন করার সুযোগ পাবেন তেমনি অপর দিকে তাদের চাহিদার ভিত্তিতে ১৫,২০,২৫, বা ৩০বছরের জন্য আয় পেতে পারেন।    আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ ডিস্ট্রিবিউশন অফিসার অমিত পাল্টা বলেন, এই আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম গ্রাহকদের একটি আর্থিক  দৃঢ় সঞ্চয় পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে।