ইউএনপিআরআই-তে স্বাক্ষর করল আইসিআইসিআই প্রু লাইফ

‘ইউনাইটেড নেশনস সাপোর্টেড প্রিন্সিপলস ফর রেস্পন্সিবল ইনভেস্টমেন্ট’-এ (ইউএনপিআরআই)  প্রথম ভারতীয় বীমা কোম্পানি হিসেবে স্বাক্ষর করল আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স। এর মাধ্যমে তারা এনভায়রনমেন্ট, সোস্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) বিষয়ে নিজেদের দায়বদ্ধতা প্রদর্শন করল। প্রথমাবধি আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স তাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে ইএসজি ফ্যাক্টরসমূহ তুলে ধরার কাজে নিয়োজিত রয়েছে।

২.৩৭ ট্রিলিয়ন টাকার অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্ত্বে থাকা আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স হল এক ‘কী ইনস্টিটিউশনাল ইনভেস্টর’ এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা ইএসজি ফ্রেমওয়ার্কের রূপায়নে বিশ্বাস করে। উল্লেখ্য, ইউএনপিআরআই হল ইউনাইটেড নেশনসের দুইটি সংস্থার সঙ্গে যুক্ত এক ‘ইনভেস্টর পার্টনারশিপ’। সংস্থা দু’টি হল ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ ও ইউএন গ্লোবাল কম্প্যাক্ট। বর্তমানে এতে ৬০টি দেশের ৪,০০০-এরও বেশি স্বাক্ষরকারী যুক্ত রয়েছে। তারা সম্মিলিতভাবে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার অ্যাসেটের প্রতিনিধিত্ত্ব করছে, যার দ্বারা ইএসজি রূপায়িত হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট প্র্যাক্টিস ও ওনারশিপ পলিসিসমূহে।

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মনীশ কুমার জানান, প্রথম ভারতীয় বীমাকারী কোম্পানি হিসেবে তারা ইউএনপিআরআই-এর স্বাক্ষরকারী হতে পেরে গর্বিত বোধ করছেন। এরফলে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা আরও বেশি মাত্রায় এনভায়রনমেন্ট, সোস্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) বিষয়গুলিতে নিজেদের দায়বদ্ধতার প্রতি মনোযোগী হতে পারবেন।