বিশ্বকাপের থেকে বিদায় নিয়ে আরও বড় ধাক্কা, শ্রীলঙ্কাকে সাসপেন্ডেড করল আইসিসি

শুক্রবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই নিজের দেশে ফিরেছে শ্রীলঙ্কা। আর সেদিনই তাঁদের নিলম্বিত করলো আইসিসি। জানিয়েছেন সরকারি হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাসপেন্ডেড করা হয়েছে। এই পরিস্থিতিতে চরম ডামাডোল তৈরি হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটে৷ ফলে সাসপেনশন না ওঠা পর্যন্ত শ্রীলঙ্কা কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে না।

বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ভেঙে দেয় সে দেশের সরকার৷ ভারতের কাছে ৩০২ রানে হারের ধাক্কার পরই ক্রিকেট বোর্ডের সমস্ত পদাধিকারীকে বরখাস্ত করে দিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী৷ একটি বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সদস্য দেশ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে যেসব শর্তগুলি মানার কথা, তাঁরা তা ভঙ্গ করেছে৷

বিশেষত, আইসিসি-র সদস্য হিসাবে তাদের স্বাধীন সংস্থা হিসাবে কাজ করার কথা এবং কোনও সরকারি হস্তক্ষেপ না হওয়ার শর্ত রক্ষা করা হয়নি।আগামী ২১ নভেম্বর আবার  রয়েছে আইসিসি-র বৈঠক।সেদিন আবার বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিস্থিতি কোন দিকে যায় তা দেখেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে আইসিসি৷