এবারে বিশ্বকাপে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেবে আইসিসি! এমনটাই দাবি করছেন বীরেন্দ্র সহবাগ। ২০১১-এ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। পিচ তৈরির ক্ষেত্রে ভারত সুবিধা পাবে বলে মনে করছেন সহবাগ।তিনি কেন এমন মনে করলেন ?
সহবাগ মনে করেন ভারত জিতলে আইসিসি-র আর্থিক দিক থেকে লাভবান হবে। আর সেই কারণেই আইসিসি চাইবে ভারত জিতুক। তিনি বলেন, “আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে।
বিশ্বকাপে পিচ প্রস্তুত করছে ভারতীয়েরা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি হবে।তিনি আর বলেন, আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সেই কারণে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সব থেকে বেশি।”২০১১ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকরের সঙ্গী ছিলেন সহবাগ। প্রথম ম্যাচেই ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ বারে বিশ্বকাপে বিরাট কোহলি প্রচুর রান করবেন বলে আশা করছেন সহবাগ। তিনি বলেন, “বিরাটের রানের খিদে রয়েছে। আর কোনও ব্যাটারের মধ্যে সেই খিদে দেখা যাচ্ছে না।
শেষ বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচটা শতরান করেছিলেন। এ বার বিরাট চাইবে রান করতে। পরের বিশ্বকাপে বিরাট খেলবে কি না তা নিশ্চিত নয়, তাই এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবেনই তিনি।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৫ রান করে বিশ্বকাপ শুরু করেছেন বিরাট।এ বারের বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে ।ভারত ৮ অক্টোবর খেলতে নামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ ৬ উইকেটে জেতে ভারত। বুধবার তাদের আফগানিস্তানের বিরুদ্ধে ।শনিবার খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে।