‘In Memoriam Award’-এ সম্মানিত বিক্রম কির্লোস্করকে সম্মানিত করল IBLA

১১ মে BKC-এর Jio সেন্টারে অনুষ্ঠিত CNBC-TV18 ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস / IBLA অনুষ্ঠানে Toyota Kirloskar Motor /TKM-এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রয়াত বিক্রম কিরলোস্করকে ‘In Memoriam Award’-এ সম্মানিত করা হয়। এটি IBLA-এর ১৮তম বার্ষিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস,  আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি এই পুরস্কার প্রদান করেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে অটোমোটিভ ইন্ড্রাস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিক্রম কিরলোস্কর। বলাবাহুল্য, ভারতের গাড়ির বাজারে TKM কে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করেন তিনি। 

এছাড়াও “মেক ইন ইন্ডিয়া” এবং “স্কিল ইন্ডিয়া” মিশনের অ্যাডভোকেট হিসেবে TKM-এর তরফ থেকে স্ট্রাটেজিক্যালি বেশ কয়েকটি ব্যবসায়িক সিদ্ধান্তও নেন তিনি। যা ভারতকে অটোমোটিভ ইনড্রাস্ট্রিতে বিশ্বব্যাপী উত্পাদনের কেন্দ্রস্থল হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।