সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

অনুগামী সেজে কারা দলের বারোটা বাজিয়েছে সব জানি। আজ, হলদিয়ায় সংহতি ময়দান শ্রমিক সমাবেশে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাররীকে তোপ দাগলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন সভায় অভিষেক বলেন, “কে বা কারা অনুগামী সাজছে তা আমি জানি। দলের বিভীষণকে চিনি। নিজেকে দলের সর্বেসর্বা ভাবেন।সভায় আসার পথে কয়েকজনকে চিহ্নিত করেছি। সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব।”

এদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

★ আজকে ট্রেড ইউনিয়নের সভা ঐতিহাসিক।

★হলদিয়া আগামী দিনে ভারতের শ্রেষ্ঠ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে।

★তৃণমূল করতে গেলে ঠিকাদারের জামাটা খুলে রেখে আসুন।

★ ১০০ দিন সময় দিন একটাও ঠিকাদার থাকবে না।

★যারা ঠিকাদার হয়েছেন তারা হলদিয়া ভোটে প্রার্থী হবে না।

★অন্য দল থেকে তৃণমূলে এলে টিকিট পাবে না।