তোলা তুলতে না পারায় একবছর জেল খেটেছি, কেষ্টর বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন তৃণমূল নেতা

অনুব্রত মণ্ডলের জন্য তোলা আদায় করে দিতে না পাড়ার জেল খাটতে হয়েছিল বোলপুর মহকুমার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি কাজী নুরুল হুদাকে। নুরুল হুদার দাবি, অঞ্চল সভাপতি পদ ছেড়ে দেওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর বাড়িতে বিশাল পুলিশ পাঠানো হয় এবং তাঁকে এবং ছেলেকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলাও দেওয়া হয় মাদক সংক্রান্ত ব্যাপারে। এই ঘটনায় তাঁরা দু’জনে এক বছর জেল খাটেন বলে জানিয়েছেন এবং তারপর জেল থেকে বেরিয়ে আসার পর বর্তমানে কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করেন না। কাজী নুরুল হুদা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। প্রথম দিকে তিনি কংগ্রেস করতেন এবং পরে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের যোগ দেন।