ছোটখাটো পাহাড়ের স্বাদ এবং সেলফি জোনের আনন্দ পেতে কোচবিহার বাসির জন্য নববর্ষের দিন উদ্বোধন হলো “আই লাভ এন এন পার্ক” কর্নার। এদিন কোচবিহার এন এন পার্ক এর এই সেলফি জোন এবং আই লাভ এন এন পার্ক এর উদ্বোধন করেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ।
যুব প্রজন্মকে আকৃষ্ট করার জন্য আই লাভ এন এন পার্ক সেলফি পয়েন্ট উদ্বোধনের পাশাপাশি এদিন কোচবিহারের বয়স্ক নাগরিকদের জন্য পার্কের ভেতর একটি কর্নারের উদ্বোধন করা হয়। যেখানে শহরের বয়স্ক মানুষেরা এসে খবরের কাগজ পড়া থেকে শুরু করে গল্প বলা, তাদের মনের কথা সবার সাথে খুলে বলা, বাচ্চাদের সঙ্গে আড্ডা দেওয়া সমস্ত কিছুই করতে পারবেন।