”ভিক্ষা নয় ঋণ চাইছি”, এিপুরায় গেরুয়া ঝড় রুখতে টিএমসি-কে সমর্থনের ডাক কুনাল এর

পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে এিপুরায় দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে বিপ্লব দেব সরকারের উপর চাপ বাড়িয়ে তুলেছে তৃণমূল। আইপ্যাকের সদস্যের আটকের ঘটনাকে সামনে রেখে একের পর এক দল গিয়েছে ত্রিপুরায়। কারণ পাখির চোখ ২০২৩ সালের ত্রিপুরার বিধানসভা ভোট।

এদিন সেই উদ্দেশ্যেই ত্রিপুরাবাসীদের টুইট বার্তা দিলেন কুণাল ঘোষ। পর পর তিনটি টুইটে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের মুখপাত্র। সেই সঙ্গে কুণালের স্পষ্ট বক্তব্য, ”কোনও ব্যক্তির আসা যাওয়ার উপর এবার ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যত নির্ভর করবে না।”