‘বিজেপি রজ্যভাগের চেষ্টা করছে।রক্ত দিতে রাজি কিন্তু বাংলা ভাগ হতে দেব না।’ আজ,মঙ্গলবার আলিপুরদুয়ারের দলীয় জনসভা থেকে বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য,সম্প্রতি মমতার উত্তরবঙ্গ সফরের আগেই ‘ভয়ংকর পরিণাম’-এর হুমকি দিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিংহ। সেই প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন মমতা। এদিন সভায় মমতা বলেন,‘কিছু নেতার কাজ নেই,আমাকে ভোট দেখাচ্ছে যে উত্তরবঙ্গ ভাগ না করলে নাকি আমাকে প্রাণে মেরে দেবে।আমি বলি,ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক – টন্দুক আমাকে দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে আমি জানি।’ এসবের নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীরপ। তাঁর কথায়, ‘বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জানবেন। যখনই ইলেকশন আসে তখই ভাগাভাগির কথা বলে। ইলেকশনের আগে উজালা, বিনা পয়সায় গ্যাস, আর ইলেকশন চলে গেলে বেলুন ফুটে ফাস। এটাই বিজেপির কাজ।’