দিন প্রতিদিন শহরের বুকে বেড়েই চলেছে দূষণ। এই বাড়তে থাকা দূষণের পরিস্থিতিতে পরিবেশে দূষণ কম করার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, পুরনো গাড়ি বাতিল করা নিয়ে। এবার সেই পূর্ব পরি কল্পনা অনুযায়ী সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হল।
বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে নিয়ম অনুযায়ী ১৫ বছরের পুরনো গাড়ি আর রাস্তায় চলাচল করতে পারবে না। পরিবেশ দূষণ রোধ করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাতিল হতে চলেছে প্রায় ১১ হাজার গাড়ি। বাতিল হওয়া এই ১১ হাজার গাড়ির মধ্যে রয়েছে ৫০০ টি বাস। ১৫ বছরের পুরনো যানবাহন বাতিলের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রথম ধাপে সরকারি গাড়ি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি গাড়িতে চলার জন্য আমলাদের থেকে টাকা নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে বর্তমানে রয়েছে কুড়ি হাজারের কাছাকাছি গাড়ি। পরিবহন দপ্তরের একটি হিসাব অনুযায়ী সরকারের বিজ্ঞপ্তি অনুসারে যদি ১১ হাজার গাড়ি বাতিল হয় সেক্ষেত্রে ৫০ শতাংশ সরকারি গাড়িই বাতিল হবে। বাতিল হয়ে যাওয়া গাড়ির বদলে আসবে নতুন গাড়ি।