মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটির তরফে বৃহস্পতিবার কালচিনি ব্লকের বিশ্বনাথ পাড়ায় হুল দিবস উদযাপন করা হয়।
এছাড়াও এদিন একাধিক দাবিতে তারা মিছিল করে এসে কালচিনি বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন। সাঁওতাল উন্নয়ন বোর্ড গঠন, সাঁওতাল ভাষায় স্কুল সহ একাধিক দাবি নিয়ে অলিপুরদুয়ার জেলা ও কোচবিহার থেকে একাধিক মানুষেরা আজ জমায়েত হন এবং স্মারকলিপি দেন।
এরপর কালচিনি বিডিও আশ্বাসে তারা আশ্বস্ত হন। এছাড়াও এদিন কালচিনি বিডিও কেও তাদের সাথে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।