গরুপাচার কাণ্ডে কেষ্টর গ্রেফতারির পর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠছে বীরভূম নিয়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে বিশেষ যজ্ঞ হওয়ার কথা ছিল। উদ্যোক্তা ছিলেন অনুব্রত নিজেই।
কিন্তু তার মধ্যেই ঘটে গেছে অঘটন। সিবিআই আধিকারিকদের হাতে ধরা পড়ে আপাতত অনুব্রতর ঠিকানা কলকাতার নিজাম প্যালেস। ফলে অনুব্রতর অনুপস্থিতিতে আপাতত বন্ধ রাখা হচ্ছে যজ্ঞের অনুষ্ঠান, এমনটাই খবর মিলেছিল।
কিন্তু অনুব্রতর ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজই এদিন সম্পূর্ণ করলেন তাঁর অনুগত নেতা কর্মীরা। বীরভূমের জেলা সভাপতির ইচ্ছে মেনেই সকাল থেকে বীরভূমের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে তাঁর কল্যান কামনায় শুরু হল যজ্ঞের অনুষ্ঠান।
উল্লেখ্য গত শুক্রবার অনুব্রতর বাড়ি থেকে প্যান্ডেল খুলে নেওয়ার পর রবিবারই ফের বাড়ির ছাদে নতুন করে প্যান্ডেল বাধার কাজ শুরু হয়েছিল। ফলে তখন থেকেই জল্পনা চলছিল যে অনুব্রতর অনুপস্থিতিতেই হয়তো সোমবার যজ্ঞের অনুষ্ঠান হতে চলেছে।
সেই সম্ভাবনাই সত্যিতে রূপান্তরিত হল যখন সোমবার সকালে পাঁচজন পুরোহিতের উপস্থিতিতে খোল বাজিয়ে কীর্তন গেয়ে মহা আড়ম্বরের সঙ্গে শুরু হল যজ্ঞের অনুষ্ঠান। দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন তৃণমূল সাংসদ অসিত কুমার মাল। তাঁর উপস্থিতিতেই এদিনের এই যজ্ঞের অনুষ্ঠান পালিত হচ্ছে অনুব্রতের বাড়িতে।
তবে এদিন অনুব্রতের বাড়িতে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে দেখা যায়নি। প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক চন্দ্রনাথ সিংহের। গত বৃহস্পতিবার অনুব্রতকে আটকের আগে পর্যন্ত এই চন্দ্রনাথ ছিলেন অনুব্রতর সর্বক্ষণের সঙ্গী। অথচ অনুব্রতর মঙ্গল কামনায় এই বিশেষ যজ্ঞ অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতিতে ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন।