এবার থেকে হাফ ছেড়ে বাঁচবেন সাধারণ মানুষেরা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে কমেছে অপরিশোধিত তেলের দাম। যার জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি ১১৩.১ ডলারে। শুক্রবার এই রেট ছিল ১১৯ ডলার। মূলত, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের তরফে সুদের হার ০.৭৫ শতাংশ বাড়ানোর প্রভাব পড়তে দেখা গিয়েছে অপরিশোধিত তেলের দামের উপরে । নিঃসন্দেহে এই দামের পতনে ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশগুলির জন্য দারুণ সুখবর পেতে চলেছে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদিনও ভারতের বাজারে পেট্রল-ডিজেলের দাম রয়েছে স্থির। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, সেই প্রতিফলন কয়েক দিনের মধ্যে দেখা যেতে পারে। এই নিয়ে একটানা ২৬ দিন স্থির রয়েছে মহানগরের পেট্রল-ডিজেলের দাম।
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা