চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল। এরপর থেকে পরবর্তী উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে নতুন সিলেবাসে। এই তথ্য প্রায় সকলেরই জানা। এবার উচ্চমাধ্যমিকে সিলেবাসে বদলের পাশাপাশি, আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে স্কুলের শিক্ষক-শিক্ষিতাদের পাশাপাশি কলেজের অধ্যাপক অধ্যাপিকা রাও ক্লাস নেবেন তাদের। কবে থেকে চালু হবে নতুন নিয়ম? দেখে নিন বিস্তারিত।
তবে শুধু উচ্চমাধ্যমিকের সিলেবাসে নয়, আমূল পরিবর্তন এসেছে পরীক্ষার পদ্ধতিতেও। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কারণ বহু স্কুলে বিষয়ভিত্তিক পড়াশোনার জন্য শিক্ষক-শিক্ষিকার ঘাটতি রয়েছে। ফলে বিষয়টিকে কড়া নজরে দেখা হচ্ছে।
রাজ্যের বেশিরভাগ স্কুল গুলিতেই একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্য টিচারের অভাব রয়েছে। ফলে এই কারণে ছাত্র-ছাত্রীদের পছন্দের বিষয় বেছে নিতে অন্য স্কুলে চলে যেতে হচ্ছে। কিছু ছাত্রী, ছাত্রীদের আবার অপছন্দের বিষয় নিয়ে পড়তে হচ্ছে। সংসদ জানিয়েছে, এই সমস্যার সমাধান করতেই এবার নয়া উদ্যোগ নেওয়া সংসদের পক্ষ থেকে।