ভয়াবহ অগ্নিকান্ড দেখল হাওড়া

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল ইয়াসে বিপর্যস্ত হাওড়া। বৃহস্পতিবার নিউ ব্যারাকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তালবান্দায় গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন৷ দমকলে। প্রবল হাওয়ার জেরে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। আগুনে কারখানার একাংশ পুড়ে গিয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে দলকলের ১৫টি ইঞ্জিন৷ অকুস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু৷ এমনকি আগুন নেভাতে ‘রোবট ওয়ারিয়র’ নামাল দমকলবাহিনী। সকাল পর্যন্ত আগুন নেভাতে না পেরে শেষে ওই ‘রোবট’ বা স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ গাড়ির সাহায্য নিল দমকল বাহিনী।

ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। জানা যাচ্ছে, ভোর রাত ৩টে নাগাদ প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগে। সেই আগুন পাশের ওষুধের গোডাউনে ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। স্থানীয় সূত্রে খবর, কারখানার ভিতরে ৪ জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। ১০ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। কারখানার ভিতরে ঢুকতে পারেনি দমকল কর্মীরা৷ চারদিক দিয়ে জল ছড়িয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷