তবে কি এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুরু হতে চলেছে রাজ্য কেন্দ্রের সংঘাত

রাজ্যে উত্তাল পরিস্থিতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। উঠে এসেছে বহু তথ্য। গ্রেফতার হয়েছে একের পর এক। উঠে এসেছে একাধিক নাম। তবে এবার রাজ্যের এই উত্তাল পরিস্থিতিতে এবার সামিল হতে চলছে কেন্দ্রও। সংঘাতে জড়াতে চলেছে কেন্দ্র এবং রাজ্য। কারণ কসবা ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দু’একদিনের মধ্যেই এফআইআর দায়ের করা হবে। টিকাকরণ শিবির নিয়ে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর কয়েকজন সহযোগীকে। দেবাঞ্জনের সঙ্গে কাজ করেছেন, এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় একাধিক তথ্য উঠে আসছে। আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে। বেআইনি লেনদেনের বিষয়ে জানা গিয়েছে।

সেই পরিস্থিতিতে আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চাইছে ইডি। আগেই কলকাতা পুলিশের থেকে তদন্ত সংক্রান্ত বিভিন্ন নথিও চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তবে রাজনৈতিক মহলের মতে, যদি টিকাকাণ্ড নিয়ে কলকাতা পুলিশ এবং ইডি একইসঙ্গে তদন্তে নামে, তাহলে আবারও কেন্দ্র ও রাজ্য সংঘাতে জড়িয়ে পড়তে পারে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।