তবে কি এবার চলতি বছরেও করোনার কোপ পড়লো দুর্গাপুজোয়

আর কিছু দিনের মধ্যেই আসন্ন বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বাকি শুধু মাস দেড়েকের অপেক্ষা। কিন্তু গত বছরের মতো চলতি বছরেও বাধ সেধেছে করোনা। গত বছর ২০২০ সালে করোনা নিয়মের কড়াকড়ির জেরে বাঙালির সবচেয়ে বড় উৎসবেও মন খুলে আনন্দ করতে পারেনি রাজ্যবাসী। চলতি বছরেও কি তারই পুনরাবৃত্তি হতে চলছে? মাস দেড়েক বাদেই দেশজুড়ে উৎসবের মরশুম। গণপতি-সহ শারদোৎসব এবং দীপাবলিতে মাতবে আসমুদ্র হিমাচল। কিন্তু এই সময় করোনা বিধি শিথিল হোক, চায় না কেন্দ্র। তাই উৎসবের মরশুমে করোনাবিধি কার্যকর রাখতে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। কিন্তু কেন্দ্রের নয়া নির্দেশের চিঠিতে ফের আশঙ্কার মেঘ দেখা দিয়েছে আকাশে। আগামী ৫ থেকে ১৫ অক্টোবর দুর্গোৎসবকে কেন্দ্র করে সংক্রমণের বিষয়টি মাথায় রেখে স্থানীয় জেলা এবং রাজ্য প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। নবান্নকে এমন আবেদন করেছে কেন্দ্র।

কেন্দ্রের একটি রিপোর্ট বলছে, এখনও দেশ থেকে নির্মূল হয়নি দ্বিতীয় ঢেউয়ের ভ্রূকুটি। এই আবহেই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। এমন উদ্বেগের কথা উল্লেখ করে আইসিএমআর সর্তকবার্তা-সহ রাজ্যের মুখ্য সচিবকে এই চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। করোনার বিধিনিষেধ মেনে চলতেই হবে। না হলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা। উৎসবের মরশুমে ভিড় জমানো যাবে না। বরং উৎসবের মরসুমেও স্থানীয় স্তরে বিধিনিষেধ জারি করতে হবে। ফলে বলাই যায়, দুর্গোপুজোয় এবারও রাস্তায় ভিড় জমানো যাবে না। ঘোরা যাবে না মণ্ডপে মণ্ডপে। কোভিডবিধির ঘেরাটোপেই পালিত হবে দুর্গাপুজো-সহ আগত সমস্ত উৎসব।

উল্লেখ্য, এদিকে লাগাতার অ্যাকটিভ কেস বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে কেন্দ্রও। সামনেই উৎসবের মরশুম। স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন উৎসবের মরশুমে রাজ্যগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। দুর্গাপুজো, ওনাম থেকে স্বাধীনতা দিবস, সবেতেই বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।