গরমে চুলের কীভাবে যত্ন নেবেন?

এপ্রিল শেষে সূর্যি মামা একেবারে জমজমাট খেল দেখাচ্ছে। রোদের তেজে চামড়া পুড়ে তো তামাটে হয়ে যাচ্ছেই। তার সাথে হচ্ছে প্রচন্ড পরিমাণে ঘাম। ফলে দিনে তিন চার বার তো অন্তত তোমাকে স্নান করতেই হচ্ছে। তবে এতে শরীর ঠান্ডা হলেও, শরীরের ঘাম থেকে স্বস্তি মিললেও মাথায় জমে থাকা ঘাম থেকে নিস্তার মিলছে না। বিশেষ করে মহিলাদের, যাদের বড় চুল তাদের পক্ষে বারবার তো মাথা ধোয়া সম্ভব নয়। ফলে চুলের গোড়ায় ঘাম জমে চ্যাটচ্যাটে ভাব দেখা দিচ্ছে। ফলে অকালে চুল পড়ে যাচ্ছে এবং চুলের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। এর থেকে বাঁচবেন কী করে? দেখুন বাঁচার উপায়।

১ গরমকালে প্রতিদিন মাথা ভিজিয়ে স্নান করতে হবে।

২ রোজ যদি বাইরে বেরোতে হয় তাহলে একদিন অন্তর শ্যাম্পু করতে হবে।

৩ হেয়ার স্ক্রাব ব্যবহার করতে পারেন, ইতি চুলে চুলকানি ভাব এবং খসখসে ভাব থেকে মুক্তি পাবেন।

৪ সপ্তাহের অন্তত একদিন মাথায় টক দই দিয়ে ম্যাসাজ করুন

৫ শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন।

৬ চুলে অবশ্যই স্নান করার পরে যেকোনো ভালো হেয়ার সিরাম ব্যবহার করবেন।