হাতের মুঠোয় এবার রেশন কার্ড তৈরির পদ্ধতি

দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

এবার বাড়ি বসেই খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেশন কার্ড তৈরি করে ফেলতে পারবেন। রেশন কার্ড তৈরির জন্য ভিজিট করুন https://nfsa.up.gov.in/Food/citizen/Default.aspx। এরপর নাম, ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফিলাপ করুন আবেদন পত্র। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা জলের বিল নথি হিসেবে আপলোড করা যায়।

এরপর আপনাদের দিতে হবে আবেদন মূল্য। তারপর সাবমিট অপশন এ ক্লিক করে আপনাদের আবেদন পত্র জমা করতে হবে। এরপর যদি আপনি যোগ্য হন তাহলে খুব দ্রুত আপনার নামে ইস্যু করা হবে রেশন কার্ড।