আপনিও হতে পারেন ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-র শিকার, লক্ষন চিনুন

আজকাল কম বয়সীদের মধ্যে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-র ঝুঁকি বেড়ে যাচ্ছে। এর জন্য দায়ী অতিরিক্ত মানসিক চিন্তা এবং শারীরিক পরিশ্রম। তবে এই রোগের সবচেয়ে বড় সমস্যা হল, এর শিকার হলেও আপনি টের পাবেন না। ধীরে ধীরে তা আপনাকে ধ্বংস করে দেবে নিয়ে যাবে মৃত্যুর পথে। তাই আপনিও সাইলেন্ট হার্ট অ্যাটাকের শিকার কিনা, বুঝে নিন।

১ অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তি দূর না হওয়া।
২ বুকে সারাক্ষণ চাপ চাপ অনুভব হওয়া।
৩ শ্বাসকষ্ট জনিত রোগে ভোগা
৪ রাতে সঠিক সময় ঘুম না আসা
৫ ঘনঘন খিদে পাওয়া বা একেবারেই খিদে না পাওয়া।
এই লক্ষণ গুলো দেখা গেলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।