সন্তানকে ঠিক কত বছর বয়স থেকে সিনেমা দেখাবে? তা খোলসা করলেন আলিয়া ভাট

এই সময় দেশের অন্যতম জনপ্রিয় তারকা সন্তান রাহা কাপুর। অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটের একমাত্র সন্তান সে। ২০২২ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেছে রাহা। তারপর থেকেই তাকে নিয়ে অনেক আগ্রহ মানুষের মনে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর আলিয়া এবং রণবীর প্রথম রাহার মুখ দেখিয়েছিলেন দুনিয়াবাসীকে। রাহাকে দেখে সকলে বলেছিলেন ঋষি কাপুর ফিরে এসেছেন। কেউ-কেউ আবার রাহার নীল চোখের মণি দেখে তাঁর চেহারার সঙ্গে রাজ কাপুরের অদ্ভুত মিলও খুঁজে পেয়েছেন। এই রাহাকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতেই থাকেন তাঁর মা আলিয়া ভাট।

রাহা ২০২৪ সালের নভেম্বর মাসেই দু’বছর বয়স হবে। বাবা-মা দুজনেই অভিনেতা। কেবল বাবা মা নয়, তাঁদের গোটা পরিবারই সিনেমার সঙ্গে যুক্ত। সিনেমা যে তাঁদের রক্তে বইছে। জন্মেই তো আর সিনেমা দেখবে না রাহা। কোন বয়স থেকে তাকে সিনেমা দেখার অনুমতি দেবেন আলিয়া, তা নিয়ে চিন্তাভাবনা করছেন তিনি।

একটি সাক্ষাৎকারে আলিয়া  জানিয়েছেন, “অন্যান্য বাবা-মাদের মতোই বাচ্চার সিনেমা দেখার বিষয়টি নিয়ে আমি চিন্তায় আছি। আমি রাহাকে ভাল সিনেমা দেখার জন্য তৈরি করতে চাই। তাতেই ওর কল্পনা করার শক্তি তৈরি হবে।” ‘দ্য লাইন কিং’ এর মতো ছবি পছন্দ করেন আলিয়া। হয়তো প্রথম দিকে রাহাকে সেই ধরনের ছবিই দেখাবেন তিনি।