অভিনেত্রীর মৃত্যুর পর কেমন আছেন সব্যসাচী

এই জগতের মোহো মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে অভিনেত্রী ঐন্দ্রিলা৷ এরপর দেখতে দেখতে একটা মাস কেটে গেলো৷ ঐন্দ্রিলা নেই, তাঁকে ছেড়ে কেমন আছেন সব্যসাচী? ঐন্দ্রিলার মৃত্যুর পর প্রকাশ্যে এসেছেন অভিনেত্রীর মা৷ মেয়ের লড়াই নিয়ে কথাও বলেছেন৷ কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেননি ঐন্দ্রিলার মনের মানুষ সব্যসাচী চৌধুরী৷ কেমন আছেন তিনি? অনুরাগীদের মনে এই প্রশ্নই সর্বক্ষণ৷

গত ২০ নভেম্বর বেলা ১২টে বেজে ৫৯ মিনিটে সকলকে ছেড়ে চিরবিদায় নেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ দু’বার ক্যান্সার জয় করে ফিরে এসেছিলেন তিনি৷ দ্বিতীয়বার যখন তাঁর শরীরে থাবা বসিয়েছিল মারণ রোগ, তখন সর্বক্ষণ পাশে পেয়েছিলেন সব্যসাচীকে৷ শেষ লড়াইয়েও ঐন্দ্রিলাকে আকড়ে রেখেছিলেন তিনি৷ কিন্তু আফসোস ধরে রাখতে পারলেন না। তিনি কেমন আছেন এতদিন কোনও খবর জানা যাচ্ছিল না। সব্য জানান, তিনি ঠিক আছেন। ব্যাস ওই টুকুই। আর কোনও কথা বলতে চাননি অভিনেতা। তবে তাঁর ‘ঠিক আছি’ শব্দের মধ্যেও যেন লুকিয়ে ছিল একটা যন্ত্রণা।

ঐন্দ্রিলার মৃত্যুর পর থেকেই নিজের মধ্যে গুটিয়ে রয়েছেন অভিনেতা। এখনও পর্যন্ত কাজে ফেরেননি। তবে অভিনেত্রীর মা শিখা শর্মা কিছুদিন আগে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন৷ সেখানে লেখা ছিল, ‘আমার ঐন্দ্রিলার সব্যসাচী।’ কোনওভাবেই যেন ঐন্দ্রিলার মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারছেন না তার মা- বাবা, দিদি আর প্রেমিক সব্যসাচী।