গ্রেফতারির পর থেকে কেমন আছেন তিনি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা ইডি’র অস্থায়ী লকআপ৷ একই ফ্লোরে স্থায়ী লকআপে ঠাঁই হয়েছে ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের৷ অস্থায়ী লকআপে দু’চোখের পাতা এক করতে পারছেন না শিল্পমন্ত্রী৷ বদলেছে খাওয়া-দাওয়ার সময়৷
কী ভাবে দিন কাটছে পার্থর? আদালতের নির্দেশে ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ বুধবার দ্বিতীয় দিন জেরা করা হবে পার্থ-অর্পিতাকে৷ সোমবার তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা না হলেও, দু’জনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা৷
আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের সাততলার অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ওই ঘরে রয়েছে একটি পাখা, একটি বিছানা আর একটি কাঠের চেয়ার। নেই কোনও অ্যাটাচ বাথরুম৷ তাই শৌচালয়ে যেতে হলে ডাকতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের।
মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বাকি সময়টা প্রায় লকআপের শক্ত বিছানায় শুয়েই কাটিয়েছেন শিল্পমন্ত্রী। দুপুরে সামান্য খাওয়া-দাওয়া করেছেন। তবে বার তিনেক গ্রিন টি খেয়েছেন। এদিকে সিজিও কমপ্লেক্সের সাততলাতেই ইডির স্থায়ী লকআপে রাখা হয়েছে ‘ঘনিষ্ঠ বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়কে।
স্থায়ী লকআপে একসঙ্গে চারজনকে রাখার ব্যবস্থা থাকলেও আপাতত অর্পিতাকে একাই রাখা হয়েছে সেখানে৷ এই লকআপে রয়েছে দু’টি ফ্যান, অ্যাটাচ টয়লেট এবং চারটে বিছানা৷ গতকাল দিনভর ইডির জেরার সম্মুখীন হতে হয়েছে তাঁকেও।
আদালতের নির্দেশ মেনে বুধবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে। আদালতের নির্দেশ ছিল, হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তাঁদের মেডিক্যাল পরীক্ষা করাতে হবে। বেলা ১১টা ২০ মিনিটে তাঁরা সেখানে পৌঁছন। সেখান থেকে ফিরলেই ফের শুরু হবে জিজ্ঞাসাবাদ।
এদিন তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে৷ তবে ইডি সূত্রে খবর, অর্পিতা জেরায় পূর্ণ সহযোগিতা করলেও এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন না। এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তবে তিনি জানিয়েছেন সময় মতো সব জানাবেন৷