বিনিয়োগে মহিলাদের উৎসাহিত করতে হটলাইন

মহিলাদের বিনিয়োগে উৎসাহিত করতে DSP মিউচুয়াল ফান্ড মহিলাদের জন্য বিশেষ হটলাইন চালু করেছে। 8657011333  নম্বরে একটি মিসড কল দিলেই মিউচুয়াল ফান্ড, বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনার বিভিন্ন স্কিম সম্পর্কে জানতে পারবেন।

উল্লেখ্য, মহিলাদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য এই নতুন হটলাইনটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে DSP। গবেষণা সংস্থা YouGov-এর সাথে যৌথ উদ্যোগে DSP উইনভেস্টর পালস ২০২২-এর গবেষণায় দেখা গেছে যে ৩ জনের মধ্যে প্রায় ২ জন  অর্থাৎ ৬৫% পুরুষ বিনিয়োগের সিদ্ধান্তগুলি মূলত স্বাধীনভাবে নেয় কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার অনেক কম মাত্র ৪৪%।

সমীক্ষায় আরও দেখা গেছে যে মহিলাদের তুলনায় পুরুষদের (৪০%) অনেক বেশি অনুপাত (২৭%) সম্পূর্ণ স্বাধীন বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এমনকি অনেক ক্ষেত্রে তাঁরা পেশাদার উপদেষ্টার সাথে পরামর্শও করেননা।