শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন

শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন। বাজেট আলোচনা চলার সময় বাজেটের নথি ছিড়ে বিক্ষোভ প্রদর্শন করলো বাম কাউন্সিলাররা। তারপর পুরবাজেট বয়কট বামেদের। বাজেটে গরহাজির থাকতে দেখা গেল কংগ্রেসও।মঙ্গলবার বাজেট পেস হয় শিলিগুড়ি পুরনিগমে, ১০কোটি ৫৩ লক্ষ্য টাকার ঘাটতিতে বাজেট পেস করা হয়। সেজ সময়ই এবারের বাজেটকে গতানুগতিক ও গরীব বিরোধী বাজেট বলে সমালোচনা করে বিরোধীরা।এরপর শুক্রবার বাজেট অধিবেশনে বাজেটের তীব্র সমালোচনা করে সরব হয় বাম কাউন্সিলাররা।বাজেটের নথি ছিড়ে ওয়াক আউট করলো বামেরা।