ভয়াবহ বিস্ফোরণের দুর্ঘটনা

আবার ফিরে এলো সেই ভয়াবহতা। গত বছরের পুরোনো স্মৃতি উস্কে আবারও ঘটলো দুর্ঘটনা। তবে রক্ষে যে গত বছরের মতো হতাহত হয়নি এই দুর্ঘটনায়। গত বছরের বেইরুটের দুর্ঘটনার পর আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। ফিরল বেইরুটের পুরোনো স্মৃতি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর জেরে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরশাহীর ওই শহর। দুবাইয়ের বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে আগুন লেগেই এই বিপত্তি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর মেলেনি। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহরজুড়ে। এমনকি মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, দুবাইয়ের এই ঘটনা বেইরুট বন্দরে বিস্ফোরণের স্মৃতি উসকে দিয়েছে। ২০২০ সালে বেইরুট বন্দরে মজুদ রাখা রাসায়নিকের গোদামে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় নড়ে উঠে লেবানন সরকারের ভিত। ওই ঘটনায় প্রাণ হারান প্রায় ১৫০ জন মানুষ। আহত হন প্রায় ছয় হাজার। সেই সঙ্গে গৃহহীন হয় পড়েন কয়েক লক্ষ মানুষ।