কোচবিহারঃ জলপাইগুড়ির ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত বিকানের থেকে গুয়াহাটিগামী ট্রেনের একাধিক কামরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাগুড়ির দোমোহনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছেন রেলের আধিকারিকরা।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। লাইন থেকে সম্পূর্ণ কাত হয়ে যায়। সাতটি কামরার ব্যাপক ক্ষতি হয়েছে। এই খবর লেখা পর্যন্ত এখনও পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। নিয়ে যাওয়া হয়েছে গ্যাসকাটার। পৌঁছে গিয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ আচমকাই ব্রেক কষে ট্রেনটি। ময়নাগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে ছুটে আসেন। তাঁরা দেখেন একের পর এক বগি উলটে গিয়েছে রেললাইন থেকে। কামরার ভেতরে আটকে পড়া যাত্রীরা আর্তনাদ করছেন। দুর্ঘটনা এতটাই ভয়াবহ আকার নেয় যে একটি কামরার উপর অপর কামরা উঠে যায়। এমার্জেন্সি জানালা দিয়ে বের করতে হয় যাত্রীদের। অনেকে প্রাণভয়ে লাফ মারেন।
এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে। তার হেল্পলাইন নম্বর ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫ এবং ৯০০২০৪১৯৫২, ০৬৪৫২২৩০৬৯২। প্রতিবন্ধকতার মধ্যে চলছে উদ্ধারকাজ। হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক ঠিক রাখা এবং ডাক্তারদের তৈরি করা রাখা হচ্ছে।
ডিএম, এস পি, আইজি নর্থ বেঙ্গল, SDRF টিমকে দ্রুত অকুস্থলে পৌঁছনোর নির্দেশ নবান্নের। গ্যাস কাটার, অ্যাম্বুলেন্স, শুকনো খাবার ঠিকঠাক ভাবে পৌঁছনোর নির্দেশ রয়েছে। জেলা হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও তিনের বেশি মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়। মুখ্যমন্ত্রীর কাছে রেল দুর্ঘটনার খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কেন্দ্রের। রেল দুর্ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই বৈঠক চলাকালীন ট্রেন দুর্ঘটনার খবর আসে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল এই খবর দিয়েছে। ওই বৈদ্যুতিন চ্যানেলের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।