বনভিটার পর এবার হরলিক্সও স্বাস্থ্যকর হেলথ ড্রিঙ্কসয়ের তকমা হারাল। হরলিক্সকে ‘হেলথ ফুড ড্রিঙ্কস’ শব্দটি থেকে বাদ দিয়ে ‘ফাংশনাল নিউট্রিশনাল ড্রিঙ্কস হিসেবে উল্লেখ করল। এই বিষয়ে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্তক কড়া নির্দেশ দিয়েছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হিন্দুস্তান ইউনিলিভারের পণ্য হরলিক্স, তাদের ফিন্যান্সিয়াল অফিসার রীতেজ তিওয়ারি। তার কথায় ‘আমরা লেবেল বদলে এনএসটি করেছি, আমরা দেখব যে গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের পণ্য ব্যবহার যাতে বাড়ানো যায়। কোম্পানি যে সমস্ত প্রিমিয়াম রেঞ্জের পণ্য রয়েছে, যেগুলি ডায়াবেটিস ও মহিলাদের স্বাস্থ্যের জন্য বানানো, তার বিক্রি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।