রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। এবার আন্তর্জাতিক সীমান্ত পেট্রাপোলে আসার সম্ভাবনা তৈরি হল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী বুধবার রাজ্যে আসতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারের সফরে মুর্শিদাবাদের রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বঙ্গ–বিজেপির নেতারা।

সীমান্ত পরিদর্শন, নতুন চেকপোস্ট এবং পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এদিকে বিএসএফকে নিয়ে একাধিক অভিযোগ রয়েছে রাজ্যের। এছাড়া গরু পাচার মামলার চার্জশিটে সরাসরি বিএসএফ–কে কাঠগড়ায় তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের একাংশের সহযোগিতায় গরুপাচার সম্ভব হয়েছে বলে মনে করছে ইডি।

গরুপাচার মামলা নিয়ে এখন জোর তৎপরতা চলছে। তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্ভাবনাময় সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। ইতিমধ্যেই জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর আসার কথা আছে। উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে কাজ শুরু হয়েছে। তাই এখানে অভিষেক আসার আগেই আসতে চলেছেন শাহ বলে মনে করা হচ্ছে।