বঙ্গে গেরুয়া শিবিরের পতনের পর দীর্ঘ এক বছর বাদে বাংলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু’দিনের জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর এই প্রথম তিনি বাংলায় এলেন এবং একাধিক কর্মসূচি পালন করবেন। ইতিমধ্যে আজ বেশ কিছু কর্মসূচি সেরে ফেলেছেন তিনি। এবার জানা গেল আগামীকাল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাযের সঙ্গে দেখা করতে পারেন তিনি। বিজেপি সূত্রের খবর, সৌরভের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি বেহালায় আসতে পারেন অমিত শাহ। একসঙ্গে সারতে পারেন নৈশভোজ।
২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সম্পূর্ণ অন্য কারণে সংবাদ শিরোনামে ছিল। অনেকেই দাবি করেছিল যে বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তাঁকেই চাইছে। সেই প্রেক্ষিতে ধারণা তৈরি হয়েছিল যে সৌরভ হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন। কিন্তু অবশেষে তার কোনও কিছুই ঘটেনি। কিন্তু এই সমস্ত কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্পর্ক যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খারাপ হয়েছে তা একেবারেই নয়।
বিজেপি সূত্রের খবর, আগামীকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ এবং তারপরেই বেহালায় সৌরভের বাড়িতে আসবেন তিনি। একসঙ্গে দুজনের নৈশভোজ করার কথা রয়েছে। যদিও এই মুহূর্তে এর থেকে বেশি কিছু জানানো হয়নি দলের তরফে। এখন ঠিক কোন সময় সৌরভের বাড়িতে আসেন অমিত শাহ বা আসেন কিনা, সেটাই দেখার। এবার যদি দু’জনের সাক্ষাৎ হয় তাহলে ২০১৯ সালের অক্টোবরের পর ফের সাক্ষাৎ হবে ২ জনের। তবে সাক্ষাতের জল্পনায় প্রবল হয়ে উঠেছে কারণ জানান গিয়েছে, আগামীকালের অমিত শাহের কর্মসূচিতে বিকেলের পর বেশ খানিকটা সময় খালি রাখা হয়েছে।