১০ মাসের শিশুর শরীরে মিলল HMPV সংক্রমণ

কর্নাটক, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের পর এবার অসম। দেশে আবারও হদিশ মিলল HMPV আক্রান্তের। রাজ্যের ১০ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে। বর্তমানে সে হাসপাতালেই চিকিৎসাধীন। যদিও এটা প্রথম নয়। অসমে এর আগে এই ভাইরাসে অনেকেই আক্রান্ত হয়েছে। নতুন বছরে এটা প্রথম ঘটনামাত্র। অসমের ডিব্রুগড়ে ১০ মাসের ওই শিশু HMPV পজিটিভ হয়েছে। অসম মেডিক্যাল কলেজ এবং হাসাপাতালে আপাতত তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুটি এখন স্থিতিশীল রয়েছে। আশঙ্কার কোনও কারণ নেই।

জানা গেছে, ৪ দিন আগে এই ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিল ওই শিশুর পরিবার। পরীক্ষার পরই তার শরীরে ভাইরাসের হদিশ মেলে।সবমিলিয়ে এখন দেশে মোট HMPV আক্রান্তের সংখ্যা ১১। যদিও চিকিৎসকরা বারবার বলছেন, এই ভাইরাস নিয়ে আশঙ্কার কিছুই নেই। এটা একটা সাধারণ ভাইরাস। প্রতিবছরই এর সংক্রমণ দেখা যায়। চলতি বছর তার ব্যতিক্রম নয়। বর্তমানে বেঙ্গালুরু, চেন্নাইয়ে দু’জন, কলকাতায় তিনজন, নাগপুর, গুজরাত এবং মুম্বইয়ে একজন করে শিশু HMPV আক্রান্ত। কর্নাটক প্রশাসন দাবি করেছে, এই ভাইরাসের সঙ্গে চিনের কোনও যোগ নেই। চিনা-প্রজাতির HMPV এদেশে ছড়িয়ে পড়েনি।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। তবে পরপর এতগুলি শিশু আক্রান্ত হওয়ার খবরে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ভীত। তবে কলকাতার পিয়ারলেস হাসপাতালের সিইও ডাঃ সুদীপ্ত মিত্র জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো এই বছরও ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা যায়। এই ভাইরাসের সংক্রমণ যদি একবার হয় তাহলে ১০-১৫ বছর ইমিউনিটি থাকে। মৃত্যুর আশঙ্কাও থাকে না এই ভাইরাস সংক্রমণে।