শিবরাত্রিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড় ! ডোন মধ্য দিয়ে চলছে নজরদারি। উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈবধাম হল ময়নাগুড়ির জল্পেশ মন্দির। আর শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকে পুর্নার্থীদের ভিড় জমতে শুরু করেছে। মহা শিবরাত্রি উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পূর্ণার্থীদের ঢল। উল্লেখ্য
উত্তরবঙ্গের প্রাচীনতম শৈবতীর্থ গুলোর মধ্যে অন্যতম হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির। মহা শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জল্পেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এসেছে পূর্নার্থীরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পূর্নার্থীরা মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করছেন। এবছরের রেকর্ডসংখ্যক ভিড় হয়েছে যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও।মহা শিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ থেকেও দলে দলে পূর্ণার্থীরা জল্পেশ মন্দিরে আসেন। প্রতিবছরের মত দশ দিনব্যাপী চলবে মেলা। বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির।
জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পূর্ণার্থীদের ভিড়ে এই মুহূর্তে জমজমাট জল্পেশ মেলা।নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স। পাশাপাশি রয়েছে সিসিটিভির নজরদারি। উল্লেখ্য ময়নাগুড়ির এই জল্পেশ মন্দির উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির। প্রায় সারা বছর এখানে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের শিব ভক্তরা আসেন। এখানে শ্রাবণ মাস জুড়েও পুর্নার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।