চ্যানেল বাড়িয়ে ও পণ্য উদ্ভাবনের মাধ্যমে ভারতীয় বাজারে গুরুত্বপূর্ণ অংশ নিতে  হাইসেন্স-এর দুর্দান্ত পরিকল্পনা

Estimated read time 1 min read

কনজিউমার ইলেকট্রনিক্স ও অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রির জগতে হাইসেন্স বিশ্বজুড়ে অতিপরিচিত একটি নাম। এবার তারা পূর্ব-ভারতে নিজেদের জোরদার করে তুলতে গ্রহণ করেছে এক অভূতপূর্ব উন্নতির পরিকল্পনা। খুচরো মার্কেটে নিজেদের শক্তিশালী করার পাশাপাশি হাইসেন্স বাজারে আনতে চলেছে নানান শ্রেণীর উচ্চগুণমানের জিনিসপত্র—তারমধ্যে টিভি যেমন আছে, তেমনি রয়েছে এ.সি। পূর্বাঞ্চলে নিজেদের সর্বশ্রেষ্ঠ করে তোলাই হাইসেন্স এর সুদৃঢ় লক্ষ্য। বাজার সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে হাইসেন্স, রিটেলার এবং ডিস্ট্রিবিউটরদের কাছে আন্তরিকভাবে সহযোগিতা চায়, যাতে গ্রাহকরা উপযুক্ত মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির জিনিসগুলি সহজে পেতে পারে। এই পার্টনারশিপ ও একটি গ্রাহক-কেন্দ্রিক পদ্ধতির ব্যবহার করে, হাইসেন্স, পূর্ব ভারতে বিপুল উন্নয়নের সুযোগকে পুঁজির হাতিয়ার করে তুলতে চায়। হাইসেন্স হতে চায় গ্রাহকদের প্রথম পছন্দ। অভিনব উদ্ভাবন, গুণমান ও সাশ্রয়ী মূল্যের প্রকৃত অঙ্গীকার নিয়ে, ভারতের প্রতিযোগিতামূলক বাজারে নিজের জায়গা সুদৃঢ় করতে হাইসেন্স দৃঢ়প্রতিজ্ঞ। হাইসেন্স এই লক্ষ্য হল বাজারজাত করণ ও গ্রাহক সন্তুষ্টিকে মাথায় রেখে একটি বহুমুখী পদ্ধতির মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের মার্কেট শেয়ার-এর একটি বড় অংশ ধরা এবং অন্যতম প্রধান নির্ণায়ক হয়ে ওঠা।

মি. পঙ্কজ রাণা – হাইসেন্স ইন্ডিয়া-র সিইও, বাজার সম্প্রসারণের বিষয়ে বলেন— “ভারত, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। আমাদের একটি উচ্চাভিলাষী চ্যানেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে যার লক্ষ্য একটি উল্লেখযোগ্য বাজার শেয়ার দখল করা। আমরা ১০০০টিরও বেশি পণ্য বিপণনের জায়গা তৈরি করেছি এবং সেরা ডিস্ট্রিবিউটরদের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছি। আমরা গ্রাহকদের জন্য এমন একটি জায়গা তৈরি করেছি যেখানে তারা আমাদের শ্রেষ্ঠ জিনিসগুলির আধুনিক প্রযুক্তি, এবং তার সুবিধাগুলি ব্যবহারের অভিজ্ঞতা  সঞ্চয় করতে পারেন।” হাইসেন্স বিশ্ব বাজারে শ্রেষ্ঠ স্থান অর্জনের সাথে সাথে উদ্ভাবনের দৃঢ় প্রতিশ্রুতির সাথে তার ব্র্যান্ড সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ও এম ডি আই এ-র গ্লোবাল টিভি রিপোর্ট অনুসারে, কোম্পানিটি এই শিল্পে একটি নেতৃস্থানীয় কোম্পানি হিসেবে তার অবস্থান মজবুত করেছে। বিশ্বজুড়ে টি ভি রপ্তানিতে দ্বিতীয় স্থান এবং ২০২৩ সালে ১০০ ইঞ্চি টি ভি রপ্তানিতে সর্বোচ্চ স্থান অর্জন করেছে। এই অর্জন হাইসেন্স-এর পণ্যের প্রতি, বিশ্বব্যাপী ভোক্তাদের মধ্যে তৈরি হওয়া ক্রমবর্ধমান আস্থা এবং জনপ্রিয়তা তুলে ধরে।

ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার কৌশলের অংশ হিসেবে, খেলাধুলার জগতের সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছে যাতে করে নির্দিষ্ট ক্রেতাদের সঙ্গে আরও গভীর সংযোগ গড়ে তোলা যায়। সারা বছর জুড়ে, খেলাধূলার বড় বড় ইভেন্টগুলি যেমন ইউইএফএ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ফিফা বিশ্বকাপ ২০২২ -এ স্পন্সর হিসেবে যুক্ত থেকেছে এই কোম্পানি। সফলতার শিরোপা বজায় রেখে, সম্প্রতি হাইসেন্স, ইউইএফএ ইউরো ২০২৪ ™ -এর একজন অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষণা করেছে, যা ভবিষ্যতেও ক্রীড়া সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার বার্তা ঘোষণা করে। বিখ্যাত ক্রীড়ানুষ্ঠানের সঙ্গে নিজেকে সংযুক্ত করে এবং উচ্চ-মানের পণ্য উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের মধ্যে তা ছড়িয়ে দিয়ে হাইসেন্স বিশ্ববাজারে আরও বৃদ্ধি ও সাফল্যের সিঁড়ি চড়তে প্রস্তুত। মানের দিক দিয়ে শ্রেষ্ঠতা বজায় রাখা ও উপভোক্তাদের সন্তুষ্টির কথাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় হাইসেন্স কারণ এর মাধ্যমেই তার প্রকৃত ব্র্যান্ডভ্যালু বাড়তে থাকে এবং শিল্পের দুনিয়ায় নিয়মিত নতুন শিখর স্পর্শ করতে থাকে।

You May Also Like

More From Author