বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর কত মাত্র দিন। এরই মাঝে আবার নতুন করে চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। চিনের করোনা সংক্রমণের গতি চিন্তা বাড়িয়েছে ভারতের। আবার কি ২০২০ সালের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে, এই প্রশ্ন উঠে গিয়েছে। মানুষকে আবার আগের মতোই সচেতন হতে হবে।
এই আবহেই এবার কোভিড বিধি জারি করে দিল হিমাচল প্রদেশ। জানান হয়েছে, পর্যটন মরসুমে মাস্ক পরতেই হবে সকলকে। অর্থাৎ, মাস্ক এই রাজ্যে হল বাধ্যতামূলক। রাজ্যের মানুষ কিংবা বাইরে থেকে আসা পর্যটক, হিমাচলে আপাতত সকলকেই বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক। এমনই ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। কিছুদিন আগে পর্যন্ত রাজ্যের বাসিন্দা বা বাইরে থেকে আসা পর্যটকদের মাস্ক পরতে অনুরোধ জানিয়েছিল সরকার। কিন্তু এখন সরকারি নির্দেশিকা জারি করে তা বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকেই রাজ্যের পুলিশ ড্রোনের মাধ্যমে পর্যটকদের আনাগোনায় নজরদারি চালাচ্ছে।
চিনে করোনাভাইরাসের যে নতুন প্রজাতির খোঁজ মিলেছে সেটি হল ওমিক্রন বিএফ.৭। ভারতে ইতিমধ্যেই চারজনের দেহে এই প্রজাতির খোঁজ মিলেছে। তাঁরা ওড়িশা এবং গুজরাটের বাসিন্দা। গুজরাটের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে এই উপরূপের খোঁজ মিলেছে। এই ভাইরাসে আক্রান্ত একজন রোগী ১৫ থেকে ২০ জনকে সংক্রমিত করতে পারেন বলে বিশেষজ্ঞরা দাবি করছেন।