বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে আগমন ঘটেছে বর্ষার। উত্তর থেকে দক্ষিণ, ভিজছে বর্ষার জলে। এমন অবস্থায় বাঙালির পাতে ইলিশ একেবারে কম্পালসারি বলা যায়।
বর্ষা এসে যাওয়া মানেই মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করে ছোট-বড় বিভিন্ন সাইজের ইলিশ মাছ। বর্ষার সময় ওপার বাংলার পদ্মা থেকে এপার বাংলায় আসে ইলিশ। ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে সেই সব ইলিশ মাছের দাম। তবে পুরোদমে বর্ষা শুরুর আগেই এবার নামখানাতে ঢুকেছে মৌসুমের প্রথম ইলিশ।
বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত ১৪ই জুন মৎস্যজীবীরা গভীর সমুদ্রে পাড়ি দেন ইলিশের সন্ধানে। এরপর নামখানাতে ফিরে এসেছেন সেই মৎস্যজীবীরা। সাথে নিয়ে এসেছেন ১০ টন ইলিশ। মনে করা হচ্ছে এবার ইলিশ মাছ আসতে শুরু করবে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা সহ বিভিন্ন মৎস্যবন্দর ও বাজারগুলিতে।