গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই প্রথমেই মনে পরে ইলিশ। বর্ষা থেকে শুরু করে প্রায় দুর্গাপূজা পর্যন্ত ইলিশ মাছের সাথে বাঙালির একটা মধুর সম্পর্ক থাকে। এ বছর এপার বাংলা ও ওপার প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়েছে।
এবার বনমালী ঘাট এমন কোনও মাছ নেই যা পাওয়া যায় না। অন্যান্য বাজারগুলিতে যে মাছগুলি চড়া দামে বিক্রি হয়, এখানে সেই মাছগুলি পাওয়া যায় অত্যন্ত সস্তায়। এই ঘাটটি অবস্থিত মুর্শিদাবাদের একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইসলামপুর থানার অন্তর্গত এলাকায়।
এই ঘাটে মাছ বিক্রি হয় নিলামে। সীমান্তলা লাগোয়া এলাকা হওয়ায় এখানে পদ্মার ইলিশ খুব কম দামে পাওয়া যায়। ইলিশ মাছ ছাড়াও অন্যান্য মাছ এখানে পাওয়া যায় অত্যন্ত সুলভে।