নিয়োগ দুর্নীতিতে কড়া ব্যবস্থা হাইকোর্টের

Estimated read time 1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থা নিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের স্কুল-শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আপত্তির ভিত্তিতে তা নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ জারি ছিল। স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না আগেই এই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। এবার নিয়েই রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ ও জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট।

মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আগামী ৮ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছে। তবে গৃহ শিক্ষকদের সংগঠনের অভিযোগ, শিক্ষকরা মুচলেকা দেওয়ার পরেও টিউশন করছেন। এই নিয়ে গত ডিসেম্বর মাসে আদালত অবমাননা মামলা করেন সমিতি।

You May Also Like

More From Author