শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ হাইকোর্টের

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাঁর মেয়ে অঙ্কিতাকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হিসেবে আইনিভাবে নিয়োগ করেছেন বলে অভিযোগ। পরেশ অধিকারীকে সিবিআই হাজিরার নির্দেশের সঙ্গে মন্ত্রী এবং রাজ্যপালের কাছে অনুরোধ করা হল যাতে পরেশকে তাঁর পদ থেকে সরানো হয়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়াটা আদালতের নির্দেশ নয়। তবে স্বচ্ছতার স্বার্থে, স্বচ্ছ ভবিষ্যতের স্বার্থে এটা অনুরোধ। সিবিআইকে বিচারপতি নির্দেশ দিয়েছেন যাতে মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সত্য উদঘাটন করা যায়।

মেয়ে অঙ্কিতাকে অবৈধভাবে নিয়োগ করেছেন পরেশ অধিকারী এমন অভিযোগ করেন এক মামলাকারী। কোচবিহারের একটি স্কুলে চাকরি পেয়েছেন অঙ্কিতা, অথচ মেধাতালিকায় নামই ছিল না তাঁর। আজ শুনানিতে শিক্ষা প্রতিমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, নবম-দশমের পর এবার একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও তদন্তভার পেল সিবিআই।