দেশ বিদেশের বিভিন্ন হেরিটেজ শহরে এই ধরনের রেসের কথা এতদিন দেখা গেছে সংবাদপত্রের পাতায় কিংবা টিভির পর্দায়। আর এবার সেটা চাক্ষুস করা গেল একদম আমাদের প্রিয় কোচবিহার শহরের বুকে। গত ৪ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রানের সাক্ষ্মী হয়ে থাকল কোচবিহারবাসী। আর এরজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আয়োজক কোচবিহার হেরিটেজ রাইডার সোসাইটির। কোচবিহার স্টেডিয়ামে এই রেসে ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক পবন কাদিয়ান। প্রথম বারেই এই ট্রেজার রান হয়ে উঠল আর্ন্তজাতিক। ভূটান থেকে অংশ নিতে এসেছিল ১২ জন এবং বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন একজন। সব মিলিয়ে এই ট্রেজার রানে ৭৫ টি টুহুইলারে ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কোচবিহার পুরসভা, বেঙ্গল মোটর স্পোর্টস ক্লাব, কোচবিহার জেলা প্রশাসন, কোচবিহার জেলা পুলিশ। প্রথমে ৩৫ কিমি টাইম-স্পিড-ডিসট্যান্স রান হয়। এরপর হয় ১০ কিমি হেরিটেজ নিয়ে প্রশ্নের হার্ডল টপ। এই পর্বে উত্তীর্ণরা অংশ নেয় ট্রেজার রানে। সময়-গতি-দূরত্ব বিচার করে স্পিড –ডিসট্যান্স ফর্মাটে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। শহরের বিভিন্ন স্থাপত্যের সূত্র প্রতিযোগীদের চিরকূটে লিখে খামে ভরে তুলে দেওয়া হয়েছিল। আর সেই সূত্র ধরেই ছুটতে হয়েছে প্রতিযোগীদের। প্রথমবারের এই প্রতিযোগিতায় প্রথম হন শ্বেতা বোথরা শেঠিয়া ও আশিস বৈদ। দ্বিতীয় হন অনুপম সাহা ও বিক্রম সরকার। তৃতীয় স্থান অর্জন করেন প্রসেনজিৎ দাস ও অরিত্র বাগচী । আর এরা সকলেই ছিল কোচবিহার শহরের বাসিন্দা।