বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির

কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন লতাপাতা ও প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির। সামনেই রয়েছে বসন্ত উৎসব। এজন্য সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ওই ভেষজ আবির তৈরি করা হচ্ছে।এর আগে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব আবির বানানোর প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের।

স্থানীয় বিডিও মিহির কর্মকারের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিনজন করে মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে লাল, গোলাপি, সবুজ ও নীল রঙের ভেষজ আবির তৈরির কৌশল। বিভিন্ন রকমের গাছের পাতা, ফুল‌ ও ফল‌ ব্যবহার‌ করে‌ তৈরি করা হচ্ছে এই আবির‌। জানা যাচ্ছে ভেষজ‌ এই আবির‌ দিয়ে রং খেললে কোনও ধরনের শারীরিক সমস্যা বা চর্মরোগ হওয়ার‌ আশঙ্কা নেই।

প্রশিক্ষকরা জানান, গোলাপি আবির তৈরি করা হচ্ছে কর্নফ্লাওয়ার ও বিটফল দিয়ে। কর্নফ্লাওয়ার গুড়োর সঙ্গে বিটফলের‌ রস মেলালেই‌ তৈরি হয়ে যাচ্ছে গোলাপি‌ আবির।একই‌রকমভাবে‌ আরও বিভিন্ন রকমের উপাদান ব্যবহার‌ করে‌ তৈরি করা হচ্ছে অন্যান্য‌ রঙের আবির। বসন্ত উৎসবের সময় মহিলারা যাতে অর্থ উপার্জন করে স্বনির্ভর হতে পারেন এজন্য এই আবির বিক্রির‌ ব্যবস্থাও করা হয়। বিডিও মিহির‌ কর্মকার বলেন, বর্তমানে পরিবেশ বান্ধব রং ও আবিরের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে।