হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার সেচ্ছাসেবী সংস্থার সদস্যদের

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সচেতনতামূলক প্রচার করল শিলিগুড়ি হিমোফিলিয়া অ্যাসোসিয়েশন এর সদস্যরা। সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি এদিন শিলিগুড়ি হিমোফিলিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। উক্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, হিমোফিলিয়া এমন একটি রোগ যার সম্বন্ধে মানুষ সচেতন নয়। যার ফলে প্রায় সময়ে ভুল চিকিৎসা করে ফেলে সাধারণ মানুষ।

এই রোগের বিশেষত্ব শরীরে সামান্য আঘাত লাগলে রক্তক্ষরণ শুরু হয়। সেই রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। তার জন্য বিশেষ একটি ইনজেকশনের প্রয়োজন পড়ে। মূলত ১০ হাজার মানুষের মধ্যে একজন হিমোফিলিয়া এ এবং ৫০ হাজারের মধ্যে একজন হিমোফিলিয়া বি রোগ নিয়ে জন্মায়।

এই রোগের পরীক্ষার জন্য উত্তরবঙ্গের কোন হাসপাতালে ব্যবস্থা নেই। কলকাতায় গিয়ে পরীক্ষা করতে হয়। তাই কোচবিহার মেডিকেল কলেজে এই রোগ শনাক্তকরণ এর জন্য নির্দিষ্ট পরীক্ষার ব্যবস্থা করার জন্য আবেদন জানায় তারা।