মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, মৃত ১

গত বৃহস্পতিবার রাতে মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়বৃষ্টিতে বহু এলাকা ক্ষতিগ্রস্ত। লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। পুরাতন মালদহ, ইংলিশবাজার, কালিয়াচকের মোথাবাড়ি, চাঁচল গাজোল সর্বত্রই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। বহু এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। যে কারণে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ে বহু বাড়িঘরও ভেঙে গিয়েছে। পুরাতন মালদহের ঝন্টু মোড়ে ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনা মন্ডল (৮০)। বাড়ির সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনি এলাকায়।  ওই বৃদ্ধা কোনও কাজে রাতে বেরিয়েছিলেন। সেসময় ঝড়ে গাছ তার ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।