পূর্ব সিকিমের ছাঙ্গুতে ভারী তুষারপাত

ভারী তুষারপাতের কারণে সিকিম রাজ্যের পুলিশ পর্যটকদের দ্রুত হোটেলে ফিরে যাওয়ার অনুরোধ করে চলে হ্যান্ড মাইকের মাধ্যমে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অতিভারী তুষারপাতের আশঙ্খার কথা জানানো হয়েছে যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে এই অঞ্চলের , পর্যটকেরা যাতে পথে আটকে না পরেন সেই কারণেই আগে থেকেই এই অঞ্চল ছেড়ে হোটেলে ফিরে যাবার আবেদন করা হচ্ছে।