চলতি সপ্তাহের শুরু থেকেই অতিভারী বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। গভীর রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উপকূল এলাকাগুলিতে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। দিনভর দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। যার ফলে নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়।
আকাশে ঘন কালো মেঘ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে শুরু করেছে। এদিন দীঘার সমুদ্রও উত্তাল হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে, নিম্নচাপের ফলে পুরুলিয়া জেলা জুড়ে রাতভর বৃষ্টি হয়েছে। এর ফলে অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। গৃহবন্দী হয়ে রয়েছে একাধিক নীচু এলাকা পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির পাশাপাশি এদিন বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার দিনভর শহর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ মেঘলাই থাকবে। বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি হয়েছে আজ। এদিকে, টানা বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।