কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। বিগত বেশ কয়েকদিন বড় রকম রাজনৈতিক ডামাডোলের মধ্যে দিয়ে কেটেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মঞ্চ। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে ব্যাপক বৃষ্টি। সবে মিলে কার্যত অচল বাণিজ্য নগরী। সোমবারই আস্থা ভোটে জয়ী হয়েছেন একনাথ শিন্ডে। আর তার ঠিক পরের দিন থেকে মুম্বই, পুনে, রায়গর, পালঘরের মতো একাধিক গুরুত্বপূর্ণ শহরে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, জারি হয়েছে কমলা সতর্কতাও।
বৃষ্টিপাতের জেরে জলমগ্ন বাণিজ্যনগরী। ফলে জল যন্ত্রণায় কার্যত নাকাল শহরবাসী। জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বইয়ের নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ যে হারে মুম্বইসহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে যে কোন মুহূর্তে আন্ডারপাসগুলিতে জল জমে বন্ধ হয়ে যেতে পারে।
খবর মুম্বই, পালঘর, থানে, রায়গর, রত্নগিরি, পুনে, বিদ, জালনা, লাতুর, পার্বণের মতো একাধিক এলাকায় আগামী ৮ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই শহর এবং শহরতলীর বেশ কিছু নিচু এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ার ফলে ব্যাপক যানজটে সৃষ্টি হয়েছে। এক কথায় আকস্মিক এই বর্ষার আগমনে কার্যত অচল বাণিজ্য নগরী।
স্থানীয় সূত্রে খবর, মুম্বই এবং শহরতলীগুলিতে জারি রয়েছে বৃষ্টির ব্যাটিং। ফলে অনেক জায়গাতেই ভারী যানজট সৃষ্টি হয়েছে। এদিকে আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। অথচ এই গুরুত্বপূর্ণ দিনেই হঠাৎ এমন বৃষ্টির জেরে নাকাল অফিস যাত্রীরা।
ইতিমধ্যেই মুম্বই এবং শহরতলীর বিভিন্ন জায়গার ছবি প্রকাশ্যে এসেছে যাতে দেখা গিয়েছে মুম্বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা আন্ধেরিতেও হাঁটু গভীর জল জমে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি জায়গার রেলপথও প্লাবিত বলে জানা যাচ্ছে। ফলে বাসের পাশাপাশি মুম্বইয়ের ট্রেন পরিষেবাও এই আচমকা বৃষ্টির জেরে বিঘ্নিত।
একই সঙ্গে জানা যাচ্ছে ইতিমধ্যেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে রাজ্যের জনগণকে সতর্কতা অবলম্বন করে নদী, সমুদ্র, কিংবা কোনও জলাশয়ের কাছে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকটি দলকে মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বলে খবর।