অতিভারী বৃষ্টির কারণে মৃত্যুও হয়েছে বানিজ্য নগরীতে

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মহারাষ্ট্র। একদিকে রাজনৈতিক ডামাডোল, অন্যদিকে ব্যাপক বৃষ্টি। সবে মিলে কার্যত অচল বাণিজ্য নগরী। প্রবল বৃষ্টির কারণে কার্যত ডোবায় পরিণত হয়েছে বাণিজ্য নগরী মুম্বই। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা অর্ধেক জলের তলায় চলে গিয়েছে, বাস, গাড়ির চাকা প্রায় পুরো ডুবে গিয়েছে। ব্যাপক প্রভাব পড়েছে লোকাল ট্রেন চলাচলে।

এমনকি এও জানা গিয়েছে যে, থানে অঞ্চলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। ইতিমধ্যেই সেখানে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে এবং স্পষ্ট জানা ন হয়েছে যে, আগামী অন্তত দু’দিন টানা বৃষ্টি চলবে। ফলে অবস্থা যে আরও খারাপ হবে তা বুঝেই গিয়েছে মুম্বইবাসী।

সোম ও মঙ্গলবারের পর বুধবারও সকাল থেকে মুম্বইয়ে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। আইএমডি ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে এবং জানা গিয়েছে। দাদর, ওরলি, সি লিঙ্ক, সক্কর পঞ্চায়েত, হিন্দমাতা জংশন সহ একাধিক এলাকাই জলমগ্ন। এমন অনেক রাস্তা আছে যেখানে গাড়ির বদলে চলছে নৌকা। শহর ও শহরতলির বিভিন্ন অংশে এই চিত্র ধরা পড়ছে।

স্বাভাবিকভাবেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। কিন্তু গোটা বিষয়টি যে অত্যন্ত ঝুঁকির তা প্রমাণ করে থানের ঘটনা। জলমগ্ন রাস্তার গর্তে আটকে গিয়ে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই গর্তে তিনি আটকে গিয়ে বাইক থেকে ছিটকে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে রাস্তার অবস্থা খারাপ হওয়ার দরুণ বিভিন্ন রেল স্টেশনে ভিড় বাড়তে শুরু করেছে। সিএসএমটি, পানভেল সহ একাধিক স্টেশনে যাত্রীদের ভিড়। যদিও প্রবল বৃষ্টির প্রভাব রেল চলাচলেও পড়েছে। অনেক ট্রেন দেরিতে ছাড়ছে, আবার অনেক ট্রেন বাতিলও হয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যে কমছে তা একেবারেই নয়।