ভারী বৃষ্টির সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গ সহ কিছু জেলায়

শনিবার সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। দু’দিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর।  এও জানিয়েছেন যে শনিবার দক্ষিণবঙ্গের মোট ১০টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ কিছু জেলায়। এই দিন দক্ষিণের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ কিছু জায়গায়।

অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে উত্তরের প্রায় প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন আবহাওয়া দফতর।